চাঁচল

খুঁটি পুজোর মধ্য দিয়ে রঙিন ক্লাবের শ্যামা পুজোর আয়োজন

 

ঢাক, কাঁসর, শঙ্খ ধ্বনির আওয়াজে ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চাঁচল রঙিন ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হল শুক্রবার। চাঁচল সুইমিংপুল ময়দানে চাঁচল রঙিন ক্লাবের পক্ষ থেকে এই খুঁটি পুজোর আয়োজন করা হয়।

    এই বছর চাঁচল রঙিন ক্লাবের পুজো চতুর্থতম বর্ষে পা দিল। এবছর তাদের থিম থাকছে পুরনো জমিদার বাড়ির ঠাকুরদালান। যা তৈরি করবেন শিল্পী কৌশিক বসাক। মৃৎ ভাবনাই থাকছে মায়ের সাবেকি ভুবন মোহিনী সাজ যা তৈরি করবেন কপিলহাটের বিশিষ্ট মৃৎশিল্পী মানিক মন্ডল। এই দিনের এই খুঁটি পুজোকে কেন্দ্র করে রঙিন ক্লাবের সদস্যদের মধ্যে চরম উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ক্লাবের সভাপতি অমিও দাস বলেন, এই বছর তাদের বাজেট প্রায় তিন লক্ষ টাকা। প্রতিবছর চাঁচলবাসীর কাছে এই পুজো বিভিন্ন ধরনের চমক উপহার দেয়। গত বছর ধর্ষণ মুক্ত সমাজ থিম তৈরি করে নজর কেড়েছিল এই ক্লাব।

 

    ক্লাবের সেক্রেটারি অনিমেষ সাহা জানান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া জমিদার বাড়ি ঠাকুর দালানের সাজ এখন আমাদের কাছে অনেকেরই অজানা, কার্যত সেই সাজকে তুলে ধরা হবে এইবারের থিমে। থাকবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। যেমন বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ ইত্যাদি। এছাড়াও থাকছে জমকালো আলোকসজ্জা।